ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়: খালেদা জিয়া

প্রকাশিত: ০০:২৯, ১২ নভেম্বর ২০১৭

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়: খালেদা জিয়া

জনকণ্ঠ রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, `দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে অবশ্যই নয়।‘ তিনি আরও বলেন, 'দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।' রবিবারর বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জনসমাগমে সরকার পথে পথে বাধা দিয়েছে।খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্রে মত-পথের পার্থক্য থাকবে। তবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি চেয়ারপাসন বলেন, সারের দাম বেড়েছে। সরকার কৃষককে মারার ব্যবস্থা করেছে, সাধারণ মানুষকে মারার ব্যবস্থা করেছে। শ্রমিকদের ওপরও নানা রকম অত্যাচার চলছে। তাদের মজুরি বৃদ্ধি পায় না। এক ঘণ্টা ২ মিনিটের বক্তৃতা খালেদা জিয়া বলেন, 'আজকে ঘরে ঘরে মানুষের কান্না আর আহাজারি। মানুষ আজকে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত। তাই এদের হাত থেকে মানুষ মুক্তি চায়। মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আমরা বলি আসতে হবে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে আসতে হবে। এই জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।' বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল ৪টা ১০ মিনিটে বক্তৃতা শুরু করেন। শেষ করেন ৫টা ১২ মিনিটে। বক্তৃতা শেষ করে সভাস্থল ত্যাগ করেন খালেদা জিয়া। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছলে চার দিক থেকে তার নামে স্লোগান ওঠে। তিনি হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন।
×