ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনী আদালত এলাকায় প্রতারকদের তালিকা প্রকাশ

প্রকাশিত: ২৩:৫০, ১২ নভেম্বর ২০১৭

ফেনী আদালত এলাকায় প্রতারকদের তালিকা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনী আদালত আঙ্গিনায় বিচার প্রার্থীদেরকে প্রতারনা করে মিথ্যা প্রলোভন দিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা জজ স্বাক্ষরীত টাউটদের তালিকা আদলত আঙ্গিনায় প্রকাশ্য ঝুলিয়ে দিয়েছে। নুতন টাউটদের তালিকা তদন্ত ও যাচাই বাছাইযের কাজ চলছে, কাজ শেষে তা ও প্রকাশ করা হবে। খবর সংশ্লিষ্ট সুত্রের। দীর্ঘদিন থেকে একটি চক্র আইনজীবি, আদালতের কর্মচারী -কর্মকর্তদের নাম ভাঙ্গিয়ে মোটা টাকা হাতিয়ে নিয়ে বিচার প্রার্থীদের প্রতারনা ও হয়রানী করে আসছিলো। বিষয়টি জজশীপের নজরে এলে দ্যা টাউট এ্যাক্ট ১৮৭৯ সালের বিধান অনুসারে ২৬ জন টাউটের নাম পিতার নাম সহ পুনাঙ্গ ঠিকানা প্রকাশ করেছে। বিচার প্রার্থীদের হয়রানী ও প্রতারনার হাত থেকে রক্ষা করে সচেতনতা সৃষ্টির জন্য জজশীপ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ফয়জুল হক মিল্কী। বর্তমান তালিকা ছাড়াও নুতন টাউটদের নাম ঠিকানা সহ বিস্তারিত তদন্ত ও যাচাই বাছাই এর কাজ চলছে। কাজ শেষে জনসাধারন ও বিচার প্রার্থীদের অবগতির জন্য তা প্রকাশ করা হবে। বিচার প্রার্থীদের উল্লেখিত ব্যক্তিদের সাথে কোন প্রকার লেনদেন বা কাজ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে আইনজীবি সমিতি থেকে। তিনি জানান সম্ভবত টাউটদের তালিকা প্রকাশ্যে প্রচারের এ উদ্যোগ ফেনী জেলাতেই প্রথম নেয়া হয়েছে।
×