ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিধবা বোনের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাত

প্রকাশিত: ২৩:৪২, ১২ নভেম্বর ২০১৭

বিধবা বোনের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার পূর্বপাড়া সান্দারপাড়ার অসহায় বিধবা কলিমা নেছার পৈত্রিক সম্পত্তি জাল দলিল সৃজন করে জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তার তিন মামাত ভাই ও সন্ত্রাসী সহযোগীরা। নিম্ন আদালত, জজকোর্ট ও হাইকোটে পক্ষে এব্যাপারে একাধিক রায় পাওয়া সত্ত্বেও এখনও তাদের দখলসহ হয়রানীমূলক অপতৎপরতা অব্যাহত রয়েছে। এব্যাপারে ইতোপূর্বে মাসুদ মেহেদী বাদি হয়ে ১০৭ ধারায় উক্ত ব্যক্তিদের নামে গাইবান্ধা ফৌজদারি আদালতে একটি মামলা দায়ের করেন। এমনকি আদালতে ওই তিন ব্যক্তি শান্তি ভঙ্গ ও বিশৃংখলা সৃষ্টি না করার শর্তে অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর দেয়। কিন্তু তারা আদালতের নির্দেশের প্রদত্ত সে অঙ্গীকারও ভঙ্গ করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্বপাড়া সান্দারপাড়ার অসহায় বিধবা কলিমা নেছার পৈত্রিক সম্পত্তি জাল দলিল সৃজন করে জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তার মামাত ভাই রফিকুল, আব্দুর রশিদ ও আব্দুর রহিম এবং তাদের সহযোগিরা। শুধু তাই নয়, নেছা বেওয়াকে জমির ভুয়া মালিক সাজিয়ে উক্ত ব্যক্তিরা জাল দলিল সম্পাদন করে। এ ঘটনায় সাহাতন বেওয়া বাদি হয়ে গাইবান্ধা অতিরিক্ত সিনিয়র সহকারী জজ আদালতে (২০২/১৯৯০নং) মামলা দায়ের করে। পরবর্তীতে সাহাতন বেওয়া মারা গেলে তার ভাতিজা মাসুদ মেহেদী উক্ত মামলাটির বাদি হয়। মামলা দায়েরের পর বাদি পক্ষ নিম্নকোর্ট, জজ কোর্ট ও হাইকোর্টেও ডিক্রি পায়। বাদি উক্ত ডিক্রি পাওয়ার পর থেকে ওই কুচক্রি ব্যক্তিরা জমি জবর দখল করার জন্য বেপরোয়া হয়ে ওঠে এবং নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া তারা সন্ত্রাসী সহযোগিদের নিয়ে উক্ত জমিতে ঘর তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
×