ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৩৯, ১২ নভেম্বর ২০১৭

ময়মনসিংহে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ঘোষণা এবং উচ্চ আদালতের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ময়মনসিংহে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে শহরের কাচিঝুলি সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম, রেজাউল করিম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিকান্দর আলী খোকন, সহসাধারণ সম্পাদক আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক সুবল চাকমা, কোষাধ্যক্ষ নূরুল আলম, আসাদ উল্লাহ, বিকাশ চন্দ্র মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আন্দোলনকারীরা ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারীকে নিয়মিত করণ, হাইকোট ও সুপ্রীম কোর্টের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে এ আন্দোলন করছেন।
×