ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

“মুন্সীগঞ্জে কারেন্ট জালের ফ্যাক্টরী আবাসিক এলাকায় স্থানান্তরিত হচ্ছে”

প্রকাশিত: ২৩:৩৬, ১২ নভেম্বর ২০১৭

“মুন্সীগঞ্জে কারেন্ট জালের ফ্যাক্টরী আবাসিক এলাকায় স্থানান্তরিত হচ্ছে”

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ “আবাসিক এলাকায় সাউন্ড প্রুফ কক্ষে কারেন্টজাল তৈরীর প্রচেষ্টা চলছে। এখনও কিছু কিছু কারখানায় কারেন্ট জাল উৎপাদন অব্যাহত রয়েছে। প্রভাবশালী কিছু ব্যবসায়ী এখনও কারেন্টজাল উৎপাদন করছে। শষ্যের ভেতর ভুত থাকলে যা হয়। যাদের দায়িত্ব এগুলো বন্ধ করার কথা, তারাই এই কারেন্ট জাল তৈরী করছে দেদারছে।” অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এপি জেলা আইন শৃঙ্খলা ও জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় একথা বলেছেন। আজ রবিবার জেলা প্রশাসকের সভা কক্ষে গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, গজারিয়ার ইউএনও সাইফুল ইসলাম, সিরাজদিখান ইউএনও তানবীর মোহাম্মদ আজিম, শ্রীনগর ইউএনও মো. জাহিদুর রহমান, টঙ্গীবাড়ির ইউএনও মোছাম্মৎ হাসিনা আক্তার, জেলা মৎস্য অফিসার ড. আলিয়ুর রহমান, পাসপোর্ট অফিসার হালিমা খাতুন, মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ কাদের মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক কামালউদ্দিন আহম্মেদ, জেলা কৃষকলীগ সভাপতি মহসিন মাখন, জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল কবির মাস্টার, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, শহর ব্যবসায়ী কমিটির সভাপতি আরিফুর রহমান, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন প্রমুখ। এছাড়াও সভায় অংশ নেন এনএসআই’র উপ পরিচালক মো. ইমাম উদ্দিন, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, তিতাস গ্যাসের ম্যানেজার শহিরুল ইসলাম, মো. ফরিদুর রহমান রুবেল, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মুহাম্মদ আব্দুল হক, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল বারী, সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক সিদ্ধার্থ শঙ্কর বিপন, ব্যবসায়ী কাজী আফজাল হোসেন, ব্যবসায়ী মো. আমির হোসেন মুন্সী, জেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার আলেয়া ফেরদৌসী ও মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মো. হোসেন মিঞা প্রমুখ। সভায় অবগত করা হয় সরকারপাড়া, গোসাইরবাগ, দূর্গাবাড়ি ও বিসিক এলাকায় কারেন্টজাল তৈরী হচ্ছে। এর সাথে একজন জনপ্রতিনিধিও জড়িত। কারেন্টজাল ফ্যাক্টরীতে ট্রেড লাইসেন্স বন্ধ আছে। বিদ্যুতের সংযোগও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় বিটিসিএল’র গাফিলদির কারণে ইন্টারনেটে সমস্যায় পাসপোর্ট কার্যক্রম ব্যবহত হচ্ছে। প্রায় ৩ হাজার পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে না জমে আছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রটবেন্ড লাইনের সমস্যা ছাড়াও ফোনের সমস্যা। গ্যাস সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন পাইপ লাইন স্থাপানের কাজ জমির সংক্রান্ত জটিলতায় আটকে আছে। সভায় মাদক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন তুন করে মহিলা মাদক বিক্রেতা বেড়ে গেছে বলে সভাকে অবগত করা হয়। এছাড়া মুক্তারপুর বাসস্ট্যান্ট, সিপাহিপাড়া চৌরাস্তা, শহরের শিল্পকলা একাডেমি চত্ত্বর, সুপার মার্কেট চত্ত্বর, পুনরো দুধ বাজারে পাশে যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পার্শ্বে ফিশারি বন্ধ রাখায় প্রবীনদের হাটাহাটিতে সমস্যা হচ্ছে। তাই এটি খুলে দেয়ার দাবী উঠে। সভায় আলুর দরপতন নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজাতির কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার নিয়ে আলোচনা হয়। ব্যাপক আলেঅচনা হয় চরমুক্তারপুরে শাহ সিমেন্ট ফ্যাক্টরীর ধলেশ্বরী নদী দখল। ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের চরমুক্তারপুর থেকে কাঠপাট্টি পর্যন্ত সড়কে অবৈধ ট্রাক পার্কিং সমস্যা করছে। এছাড়া লাঠি নিয়ে একটি প্রতিষ্ঠানের শ্রমিক পরাপার নিয়ে নিন্দা করা হয়। সভার শুরুতেই এই কমিটির সদস্য অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জীর অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গ্রহন করা হয়।
×