ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আজ থাকছে বাংলাদেশের ছবি

প্রকাশিত: ২০:০৮, ১২ নভেম্বর ২০১৭

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আজ থাকছে বাংলাদেশের ছবি

অনলাইন ডেস্ক ॥ প্রথম দিন থেকেই ফিল্ম ফেস্টিভ্যাল জমে উঠেছে। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার দেখানো হবে বাংলাদেশের ছবি। এছাড়া আপনি আর কী কী ছবি দেখবেন এক ঝলকে দেখে নিন। ‘ডেথ অফ এ পোয়েট’ ইন্টারন্যাশনাল কমপ্লিশন বিভাগে একমাত্র বাংলা ছবি। ছবিটি বাংলাদেশের। পরিচালক আবু সইদের এই ছবিটি দেখা যাবে নন্দন-১-এ, বেলা পৌনে ১২টায়। ‘আ লেটার টু দ্য প্রেসিডেন্ট’। আফগানিস্তান থেকে এ বারের ফেস্টিভ্যালে যোগ দেওয়া একমাত্র ছবি। ছবিটা NETPAC পুরস্কারের দৌড়ে রয়েছে। ছবিটি দেখা যাবে রবীন্দ্রসদনে দুপুর সওয়া ৩টে থেকে। ‘দ্য লেডি ভ্যানিশেস’। দিনের শুরুতে বড় স্ক্রিনে হিচককের থ্রিলার দেখার মতো আর কিছুই হয় না। ১৯৩১-এর এই ক্লাসিক অনেক বার দেখলেও হয়তো মন ভরবে না। নন্দন-১-এ সকাল ৯টায় উপভোগ করুন এই মাস্টারক্লাস। ইরানি ছবি ‘ইয়েলো’। এই ছবিটি এ বারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি। যাঁরা উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছেন, তাঁদের জন্য দ্বিতীয় সুযোগ। ছবিটি দেখা যাবে নজরুল তীর্থে, বিকেল ৪টেয়। লাতিন-আমেরিকার ছবি ‘গুড ম্যানার্স’। জাদু, বাস্তবতা ও রহস্যের ছবি। আন্তর্জাতিক বিভাগে পুরস্কারের দৌড়েও রয়েছে ছবিটি। পরিচালক ম্যাকো দত্ত ও জুলিয়ানা রোজাসের এই ছবিটি দেখা যাবে মানি স্কোয়ার পিভিআর-এ সন্ধে ৭টায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×