ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছেন ইইউ পররাষ্ট্র প্রধান

প্রকাশিত: ১৯:০৫, ১২ নভেম্বর ২০১৭

ঢাকায় আসছেন ইইউ পররাষ্ট্র প্রধান

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি। এর আগে ৩০ অক্টোবর ৩ দিনের সফরে বাংলাদশে এসেছিলেন ইইউ কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেঘারিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাখাইনে রাজ্যে পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জেরে ‘অভিযানের’ নামে দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। আর এই নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে এখন পর্যন্ত সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
×