ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে ছাড়াই চলবে টিপিপি চুক্তি

প্রকাশিত: ১৯:০১, ১২ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়াই চলবে টিপিপি চুক্তি

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যাবে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি। যুক্তরাষ্ট্র ব্যতীত চুক্তিটি টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল অন্যতম দেশ কানাডা। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র টিপিপি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। গতকাল শনিবার ভিয়েতনামে অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনের ফাঁকে টিপিপিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসেন। পরে ভিয়েতনামের বাণিজ্যমন্ত্রী ট্রান টুয়ান আনহা এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চুক্তির কঠিন অংশটিকে অতিক্রম করতে সক্ষম হয়েছি। তিনি জানান, চুক্তিটির চূড়ান্ত রূপ দিতে হবে। আমরা কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের (সিপিটিপিপি) জন্য আহ্বান জানিয়েছি। জাপানের অর্থমন্ত্রী তোশিমিত্সু মোতেগিও আশা প্রকাশ করেছেন যে চুক্তিটি এগিয়ে যাবে। এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় জাপান টিপিপি’র জন্য লবিং করছে। ১১ জাতির এই জোট শিল্প পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। গত বছর এই জোটভুক্ত দেশগুলোর বাণিজ্য ছিল ৩৫৬ বিলিয়ন ডলার। মূল চুক্তির ২০ টি ধারা প্রত্যাহার করা হয়েছে। রয়টার্স।
×