ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার বিপক্ষে নেই মেসি

প্রকাশিত: ১৮:০৬, ১২ নভেম্বর ২০১৭

নাইজেরিয়ার বিপক্ষে নেই মেসি

অনলাইন ডেস্ক ॥ প্রীতি ম্যাচে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। এবার আরও একটি প্রীতি ম্যাচে মঙ্গলবার নাইজেরিয়ার মুখোমুখি হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচে খেলবেন না আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। রাশিয়ার বিপক্ষে গতকাল পুরো ম্যাচেই খেলেছেন মেসি। নাইজেরিয়ার বিপক্ষে তার না খেলার কারণ ইনজুরি নয়। মূলত বিশ্রামে থাকতেই ওই ম্যাচে খেলবেন না তিনি। নাইজেরিয়ার বিপক্ষে মেসির না খেলার কথা অফিসিয়াল টুইটে জানিয়েছে আর্জেন্টিনা দল। মস্কো থেকে মেসির স্পেনে ফিরে যাওয়ার খবর জানানো হয়েছে। রাশিয়ার বিপক্ষে গতকাল সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ওই গোলে অবদান ছিল মেসিরও। ম্যাচ শেষে রাশিয়া বিশ্বকাপের জন্য সতীর্থদের কঠোর পরিশ্রমের কথা জানিয়েছেন মেসি। বেশ সংগ্রাম করেই রাশিয়া বিশ্বকাপের টিকিট যোগাড় করতে হয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপে ভালো করতে আরও বেশি পরিশ্রম করতে হবে দলটিকে। সতীর্থদের পরিশ্রমের আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আর বেশি সময় বাকি নেই। আর তাই আমরা একসঙ্গে হলেই সময়টা ভালোভাবেই কাজে লাগাতে হবে।’
×