ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে ॥ মিশেল আউন

প্রকাশিত: ১৮:০০, ১২ নভেম্বর ২০১৭

হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে ॥ মিশেল আউন

অনলাইন ডেস্ক ॥ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশের প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে। এখন তাকে অবশ্যই সেখান থেকে মুক্তি দিতে হবে। পদত্যাগ ঘোষণার পরও হারিরি কেন দেশে ফেরেনি তার জবাব সৌদিকে দিতে হবে। লেবাননের রাজধানী বৈরুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আউন এ কথা বলেছেন । শনিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন বলেন, এক সপ্তাহ আগে পদত্যাগ ঘোষণার পর প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে ঘিরে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে বোঝা যাচ্ছে তিনি যে ঘোষণা দিয়েছেন বা যে কাজ করছেন তা আরোপিত যাতে সত্যের প্রতিফলন নেই। তিনি বলেছেন, সৌদি আরবকে পরিষ্কার করতে হবে- গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেয়ার পরও কেন হারিরি দেশে ফেরেন নি। দেশের প্রধানমন্ত্রী এমন বাজে অবস্থানের মধ্যে থাকবেন- লেবানন তা মানতে পারে না এবং এটা আন্তর্জাতিক চুক্তি ও মানসম্মত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত ৪ নভেম্বর রিয়াদে বসে পদত্যাগের ঘোষণা দেন সা’দ হারিরি। তিনি এর জন্য ইরান ও লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছেন। তার দাবি, এদের জন্য তার প্রাণ সংশয় দেখা দিয়েছে এবং এর জন্য তিনি পদত্যাগ করছেন। শুক্রবার প্রেসিডেন্ট আউন জানিয়েছিলেন, তিনি হারিরি পদত্যাগপত্র গ্রহণ করবেন না। প্রধানমন্ত্রীর বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
×