ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জসীম উদদীন হলে ‘পল্লী কবি প্রিমিয়ার লীগ’ শুরু

প্রকাশিত: ০২:১৬, ১১ নভেম্বর ২০১৭

জসীম উদদীন হলে ‘পল্লী কবি প্রিমিয়ার লীগ’ শুরু

জনকণ্ঠ রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কবি জসীম উদদীন হল মাঠে কবি জসীম উদদীন হল ছাত্রলীগের উদ্যোগে 'পল্লী কবি প্রিমিয়ার লীগ- ২০১৭' এর শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়। কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খানের সঞ্চালনায় এবং হল ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। মোট আটটি দল অংশি নিয়েছে এই টুর্নামেন্টে। কবি জসীম উদদীন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান জানিয়েছেন, হলের বাহিরে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে ম্যাচে খেলানো যাবে এবং আগামী ২০ নবেম্বরের মধ্যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আশা করছি। উদ্বোধনী ম্যাচে খুলনা টাইটানস ১-০ গোলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস'কে পরাজিত করে।
×