ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১:২৯, ১১ নভেম্বর ২০১৭

দেশের বিভিন্ন স্থানে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও: নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার উৎসব মূখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সকালে জেলা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ শোভা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে অংশগ্রহণকারীরা আনন্দে উৎসবে মেতে থাকে। পরে সমবায় মার্কেট চত্বরে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী। এতে বিষেশ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান খোকন, সদর আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা মহিলালীগের সভাপতি দ্রোপদি দেবী আগরওয়ালা প্রমূখ। এর আগে রাতের প্রথম প্রহরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং মুক্তিযুদ্ধের শহীদের বেদীতে পূষ্পাষ অর্পন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বরিশাল: স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কেক কাটা, সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে নগরীসহ জেলার দশটি উপজেলায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার সকালে সোহেল চত্বরে আওয়ামীলীগের কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর, উপজেলা ও জেলা যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার জানান, একইসময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর সমাবেশ ও আনন্দ র্যা লী অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর: নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী । আজ শনিবার এ উপলক্ষ্যে সকাল ১১টায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলার জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবলীগ নেতাকর্মীরা মিলিত হন। বর্নাঢ্য আয়োজনের প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর সূচনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বর্নাঢ্য র্যা লী দুর্গাপুর পৌর শহরের সবকটি রাস্তা প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে এসে মিলিত হয়। যুবলীগ কর্মী মামুনুর রশীদ এর সঞ্চালনায় উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আঃ হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উসমান গণি তালুকদার, আলী আজগর, বিভাস রঞ্জন তালুকদার, হারুনূর রশীদজেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, মেয়র মাওঃ আব্দুস সালাম, কামাল পাশা প্রমূখ । ঈশ্বরদী: স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। আজ শনিবার সকালে পোস্ট অফিস মোড়ের যুবলীগ অফিস থেকে যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে বৃহৎ র্যা লী বের করা হয়। যুব মহিলালীগ ও ব্যান্ড পার্টিসহ বের করা র্যা লীটি শহর প্রদক্ষিণ শেষে বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে পথ সভায় মিলিত হয়। র্যা লি ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। এর আগে সকাল সাতটায় আওয়ামীলীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন,আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস, শিরহান শরীফ তমাল,আলাউদ্দিন বিপ্লব। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। নওগাঁ: নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শনিবার নওগাঁয় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে নওগাঁয় আলোচনাসভা এবং একটি বর্নাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। জেলা যুবলীগ আয়োজিত কর্মসূচীর মধ্যে বেলা সাড়ে ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। আব্দুল মালেক এমপির নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেয়, আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ,ছাত্রলীসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা। খাগড়াছড়ি: পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে পৃথক পৃথকভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আওয়ামী যুবলীগের বিভক্ত দুটি গ্রুপ। বেলা সাড়ে ১০টার জেলা শহরের কদমতলীতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বাষিকী পালন করে । পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলের নেতাকর্মীদের নিয়ে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও শেখ ফজলুর রহমান মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের একাংশের নেতাকর্মীরা। পরে কেক কেটে আলোচনা সভা করেন তারা। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম ও পৌর মেয়র রফিকুল আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদী: স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে বর্নিল সাজে সেজেছে নরসিংদী। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সামনে থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যা লী বের করা হয়। র্যা লিটিতে যোগদান করেন কয়েকে শত নেতা কর্মী। র্যা লীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ র্কাযালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন প্রতিমন্ত্রী। র্যা লীতে ও কেক কাটায় উপস্থিত ছিলেন,নরসিংদী ৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, পলাশের সাবেক এমপি ড.আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোষামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, শিবপুরের সাবেক এমপি জহিরুল হক ভুইয়া মোহন প্রমুখ। জামালপুর: নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে শনিবার আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের বকুলতলা মোড়ে জমায়েত শেষে সেখান থেকে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর সড়কে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বকুলতলা মোড়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ। নারায়ণগঞ্জ: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহানগর যুবলীগ। এ উপলক্ষে শনিবার বেলা এগারোটায় নগরীর ২নং রেল গেইট এলকায় জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, আদি নাথ বসুসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা। গাইবান্ধা: নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার য্বুলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যা লী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব। যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যা লীটি লাল সবুজ কাপড়ে বানানো একটি বিশাল নৌকা প্রতীক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান।
×