ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএলে প্রথম জয় রাজশাহী কিংসের

প্রকাশিত: ২৩:৫৩, ১১ নভেম্বর ২০১৭

বিপিএলে প্রথম জয় রাজশাহী কিংসের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিপিএলের পঞ্চম আসরে প্রথম জয়ের স্বদ পেল রাজশাহী কিংস।এই আসরের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের কাছে হার। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী কিংস। আজ শনিবার ঢাকা পর্বের প্রথম ম্যাচে রংপুরকে ৮ উইকেটে উড়িয়ে প্রতিশোধ নেয়ার পাশাপাশি প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী। মিরপুরের-শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানে আটকে যায় রংপুর রাইডার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে জয় পায় রাজশাহী কিংস। তৃতীয় ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় হার। অন্যদিকে রংপুর ও সিলেট সিক্সার্সের কাছে পরাজিত হওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল রাজশাহী। বোলারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে রাজশাহীকে বড় জয় এনে দেয়ার নায়ক লেন্ডল সিমন্স ও মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে দুজন ৯২ বলে ১২২ রানের দুর্দান্ত জুটি গড়েন। মুমিনুল ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া সিমন্স ৫০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় করেন ৫৩ রান। ম্যালকম ওয়ালার ৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। রনি তালুকদার ৪ বলে দুটি চারের সাহায্যে ১০ রানের ইনিংস খেলার পথে উইনিং শট খেলেন। এর আগে রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে অল্প রানেই আটকে যায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে রবি বোপারা সর্বোচ্চ ৫৪ রান করেন। তার ৫১ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কার মার ছিল। এছাড়া শাহরিয়ার নাফীস ২৩ এবং মোহাম্মদ মিঠুন করেন ১৮ রান। দুই বিদেশি রিক্রুট জনসন চার্লস ২ ও অ্যাডাম লিথ ৪ রান করে আউট হয়ে ফিরে গেলে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় রংপুর। রাজশাহীর হয়ে ফরহাদ রেজা সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, কেসরিক উইলিয়ামস ও জেমস ফ্রাঙ্কলিন।
×