ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত: ২৩:৫১, ১১ নভেম্বর ২০১৭

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ২৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর উপলক্ষে রবিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বক্তব্য রাখবেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীকে এ সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান। জানা গেছে, বিএনপিকে ডিএমপির দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হচ্ছে— সোহরাওয়ার্দী উদ্যানে নির্দিষ্ট এলাকার বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না, বড় কোনো মিছিল নিয়ে সমাবেশে যাওয়া যাবে না, ঢাকার প্রধান সড়কে অবস্থান নেওয়া যাবে না এবং বিকেল ৫টার আগেই সমাবেশ শেষ করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বও চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
×