ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে প্রতিবন্ধীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩:২০, ১১ নভেম্বর ২০১৭

বরিশালে প্রতিবন্ধীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী ভাউধর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রেনুপদ বিশ্বাস (৬০) দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। সে ওই গ্রামের মৃত হরেণ বিশ্বাসের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের শারিরীক অক্ষমতায় কাজ করতে না পেরে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে পরেন রেনুপদ বিশ্বাস। বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া আর্থিক সহয়তায় দীর্ঘদিন তার জিবিকা ও চিকিৎসা চলছিলো। সম্প্রতি সময়ে সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে পরেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষ অবস্থায় ওই রাতেই তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধায় সে মারা যায়। অপরদিকে একইদিন উপজেলার মুড়িহার গ্রামের ছালেক সরদারের কন্যা ও গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী ফারজানা আক্তার (১৮) মায়ের সাথে অভিমান করে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×