ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে তিনদিন ব্যাপী ইসতেমা সম্পন্ন

প্রকাশিত: ২৩:০১, ১১ নভেম্বর ২০১৭

গোপালগঞ্জে তিনদিন ব্যাপী ইসতেমা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠু ও সফলভাবে শেষ হল তিনদিন ব্যাপী জেলা ইসতেমা। দেশ ও মুসিলম উম্মা’র শান্তি কামনায় শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের মানিকদাহ হাউজিং প্রকল্পের বিশাল খোলা উদ্যানে আয়োজিত জেলা ইসতেমা প্রাঙ্গণে দু’হাত তুলে অশ্রুসিক্ত এ মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের আহলে সুরা মাওলানা ফারুখ। বিশ্ব ইসতেমার অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা মার্কাজের আয়োজনে অনুষ্ঠিত এ জেলা ইসতেমায় গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী বাগেরহাট, খুলনা, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, নাজিরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামাসহ দু’লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ আখেরী মোনাজাতে অংশ নেন। ইসতেমা প্রাঙ্গণে জায়গার সংকুলন না হওয়ায় সংলগ্ন ফাঁকা জায়গা ও আশপাশের বাড়িতে বসেও মোনাজাতে অংশ নেন সবাই। তিনদিন ব্যাপী এ জেলা ইসতেমা সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে নিয়মিত তদারকি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করেছে র্যা ব ও ফায়ার সার্ভিসসহ তিন শতাধিক স্বেচ্ছাসেবক।
×