ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় স্কুল ভারতের সিটি মন্তেসরি স্কুল

প্রকাশিত: ১৯:৩১, ১১ নভেম্বর ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় স্কুল ভারতের সিটি মন্তেসরি স্কুল

অনলাইন ডেস্ক ॥ সপ্তম আশ্চর্যের একটি ভারতেই রয়েছে। এটা শুনে আমরা আর আশ্চর্য হই না। কারণ ছোট থেকেই আমরা সেটা জানি। কিন্তু জানেন কি ভারতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিটি স্কুলটি! অবাক হলেন তো? লখনউ-এর সিটি মন্তেসরি স্কুল। গিনেস বুকেও নাম রয়েছে এই স্কুলটির। ১৯৫৯ সালে জগদীশ গান্ধী এবং তাঁর স্ত্রী ভারতী মিলে স্কুলটি তৈরি করেন। মাত্র ৩০০ টাকা ঋণ নিয়ে স্কুলের কাজ শুরু হয়। প্রথমে মাত্র ৫ জন পড়ুয়া ছিল এই স্কুলে। খুব তাড়াতাড়ি তা খ্যাতি অর্জন করে এবং দ্রুত ছাত্র সংখ্যাও বাড়তে থাকে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ছাত্র সংখ্যা দাঁড়ায় ৩৯ হাজার ৪৩৭-এ। স্কুলটির ১৮টি ক্যাম্পাস রয়েছে। ২০০২ সালে স্কুলটি ইউনেস্কো-র পিস এডুকেশন পুরস্কার পায়। ২০১৩ সালে ৪৫ হাজার ছাত্র নিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্কুল হিসাবে গিনেস বুকে নাম তোলে স্কুলটি। ২০১৬ মার্চ থেকে স্কুলটির গোমতীনগর ক্যাম্পাস (২) কেমব্রিজ ইন্টারন্যাশনাল একজামিনেশন বোর্ডের অধীনস্থ হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×