ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দূষণে মৃত্যু হয় বলাটা বাড়াবাড়ি ॥ হর্ষ বর্ধন

প্রকাশিত: ১৮:৩৭, ১১ নভেম্বর ২০১৭

দূষণে মৃত্যু হয় বলাটা বাড়াবাড়ি ॥ হর্ষ বর্ধন

অনলাইন ডেস্ক ॥ ভারতে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য দূষণকে দায়ী করা বৈশ্বিক বিভিন্ন জরিপকে এক হাত নিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। তাঁর মতে, দূষণ ক্ষতিকর। তবে এর জন্য মৃত্যু হয় বলাটা বাড়াবাড়ি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এই মন্তব্য করেন। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে ২০১৫ সালে বায়ুদূষণে ২৫ লাখের মতো মানুষের মৃত্যু হয়েছে। এটা এই ধরনের দূষণে মৃত্যুর দিক থেকে বিশ্বে সর্বোচ্চ। ল্যানসেট ছাড়া অন্য কিছু জরিপেও বায়ুদূষণে বহু লোকের মৃত্যুর বিষয়ের কথা জানানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত ল্যানসেটের ওই জরিপের দিকে ইঙ্গিত করে ভারতের পরিবেশমন্ত্রী এনডিটিভিকে বলেন, ‘এই ধরনের গবেষণা হওয়া উচিত ভারতকেন্দ্রিক। কারো মৃত্যুর জন্য দূষণের মতো কারণকে দায়ী করাটা বাড়াবাড়ি হতে পারে।’ ‘আপনার ফুসফুস আক্রান্ত হলে এবং দূষণ যদি নিয়মিতই অ্যালভেওলিকে (বায়ু চলাচলের পথ) ক্ষতিগ্রস্ত করলে আপনি মৃত্যুর জন্য নিশ্চিতভাবেই দূষণকে হয়তো কিছু মাত্রায় দায়ী করতে পারেন। তবে আমি মনে করি, আমরা সাধারণীকরণ করে বলতে পারি না যে, একমাত্র দূষণের কারণেই লাখ লাখ মানুষ মারা যাচ্ছে’, যোগ করেন মন্ত্রী।
×