ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে এমপি কেয়ার ওপর সন্ত্রাসী হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৮:১৩, ১১ নভেম্বর ২০১৭

হবিগঞ্জে এমপি কেয়ার ওপর সন্ত্রাসী হামলা ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ নবেম্বর ॥ বেদে পল্লীতে চেক বিতরণ ও ভিডিও চিত্র ধারণকে কেন্দ্র করে শুক্রবার রাতে হবিগঞ্জের উপজেলা বাহুবলের মিরপুরে সন্ত্রাসী হামলায় সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন । কেয়া সমর্থকদের অভিযোগ, সংশ্লিষ্ট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ দলীয় প্রার্থী তারা মিয়ার সমর্থক হিসেবে পরিচিত উচ্ছৃঙ্খল লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। এদিকে এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান সাংবাদিকদের জানান, ওই এলাকায় সন্ধ্যায় বেদে পল্লীতে নাকি এমপি কেয়া চৌধুরীর একটি কর্মসূচী ছিল। এ সময় জনৈক ব্যক্তি মোবাইল দিয়ে এই সভার ভিডিও চিত্র ধারণ করছিল। এ সময় কেয়া চৌধুরীর সমর্থকরা তা করতে নিষেধ করলে সদ্য বিজয়ী ওই উপজেলা পরিষদের ওই ভাইস চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে কেয়া চৌধুরী ও তার সমর্থকদের বাগবিত-ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া শুরু হলে তা ব্যাপক সংর্ঘষে রূপ নেয়। অর্ধঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে কেয়া চৌধুরীসহ আহত হন অন্তত ১০ জন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×