ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬১ অর্থনৈতিক জোন করে উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে ॥ আমু

প্রকাশিত: ০৬:২৬, ১১ নভেম্বর ২০১৭

৬১ অর্থনৈতিক জোন করে উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১০ নবেম্বর ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিশ্ব দরবারে এখন একটি প্রতিষ্ঠিত নাম। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। এশিয়ার উন্নয়নের লক্ষ্যমাত্রার দিক থেকে এগিয়ে থাকার দুইটি দেশের মধ্যে আমাদের দেশ জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনার জন্যই এগুলো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী। ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের লক্ষ্যে নান্দিকাঠিতে বসানো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় শুক্রবার বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এ সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছে। আর বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। সরকার ৬১ অর্থনৈতিক জোন করে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, অর্থনৈতিক জোনগুলাতে শিল্প কারখানা গড়ে উঠবে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দকে ঘিরে যেসব শিল্প কারখানা গড়ে উঠবে, তার জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকের প্রয়োজন। তাই কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিয়েছে এ সরকার। নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা মিয়া।
×