ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলাচিপায় পানিতে ডুবে ভার্সিটি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৫, ১১ নভেম্বর ২০১৭

গলাচিপায় পানিতে ডুবে ভার্সিটি ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের দিঘির পানিতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঘাটলায় পা পিছলে পানিতে ডুবে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র নূর আলী আহমেদ সেজানের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। নূর আলী আহমেদ সেজান জয়পুরহাট জেলা শহরের সবুজনগর এলাকার আনসার আলী মন্ডলের ছেলে। ঘটনার আকস্মিকতায় সহপাঠী বন্ধুরা হতবিহ্বল হয়ে পড়েছেন। জানা গেছে, গলাচিপা শহরের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম শামীমের ছেলে ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোঃ শাহজাহান মিয়ার নাতি হান্নান আজাদ আবীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহপাঠী বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার কুয়াকাটা বেড়াতে আসেন। সেখান থেকে শুক্রবার সকালে গলাচিপা শহরে বেড়াতে আসেন। ঘটনার সময়ে তারা ৬ বন্ধু উপজেলা পরিষদের দিঘিতে শখ করে গোসল করতে যান। দিঘির পানিতে নামার সময়ে হঠাৎ করে নূর আলী আহমেদ সেজান পাকা ঘাটলায় পা পিছলে পানিতে ডুবে যান। তিনি সাঁতার জানতেন না। ফলে গভীর পানিতে তলিয়ে যান। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বন্ধুরা তৎক্ষণাৎ দিঘির পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইমাম শিকদার হাসপাতালে নিয়ে আসার আগেই সেজানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। মীরসরাই নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে নয়দুয়ারিয়ায় নাপিত্তাছড়া ঝর্ণার কূপে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন মামুন (২৫) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় প্রায় চার ঘণ্টা পর মীরসরাই ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ডুবুরি দলের কর্মীরা তার লাশ উদ্ধার করে। নিহত মামুন ফেনী জেলার শস্যদি এলাকার প্রবাসী মতিউর রহমানের ছেলে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, শুক্রবার দুপুর ২টায় সাত বন্ধুর সঙ্গে মামুন মীরসরাইয়ের নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হয়। সাঁতার না জানায় সে কূপের মধ্যে ডুবে যায়। মীরসরাই ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারে নামে। পরে সন্ধ্যায় বিশেষ ডুবুরি দলের কর্মীরা লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
×