ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:২৩, ১১ নভেম্বর ২০১৭

ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার পঞ্চগড় সার্কিট হাউসে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। জেলার ৫ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সচিব আবু আলম শহীদ খান, পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আমানুল্লাহ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। তারাপুর চা বাগানে মূর্তি প্রতিস্থাপন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রায় ২৯ বছর পর সিলেটের বহুল আলোচিত তারাপুর চা বাগানে প্রকৃত স্থানে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। সুপ্রীমকোর্টের আপিল বিভাগের নির্দেশনায় শুক্রবার দুপুরে সিলেট যুগলটিলা আখড়ায় ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্র্রহ্মচারী প্রকৃত সেবায়েত পঙ্কজ গুপ্ত-এর কাছে বিগ্রহ তুলে দেন। বেলা পৌনে ১টায় দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের কাছে ১০২ বছর পূর্বের এ মূর্তি হস্তান্তরের উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।
×