ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনইউর মাস্টার্স ভর্তি কার্যক্রম ১৬ নবেম্বর শুরু

প্রকাশিত: ০৬:২১, ১১ নভেম্বর ২০১৭

এনইউর মাস্টার্স ভর্তি কার্যক্রম ১৬ নবেম্বর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ২য় পর্যায়ের ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে ১৬ নবেম্বর থেকে শুরু হয়ে চলবে ২২ নবেম্বর পর্যন্ত। এ ভর্তি সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইট (un.edu.bd/admissions অথবা www admissions.nu.edu.bd) Masters Tab Gi Master’s (Regular) Admission Guideline অপশনে পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি কিশোরগঞ্জে শহীদ টিটো দিবস পালন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ নবেম্বর ॥ কিশোরগঞ্জে নানা আয়োজনে শহীদ টিটো দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদ টিটো স্মৃতি সংসদের আয়োজনে জেলা সিপিবি, গণতন্ত্রী পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। পরে সিপিবি কার্যালয়ে শহীদ টিটো স্মৃতি সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ডাঃ এনামুল হক ইদ্রিস, নূরুল হুদা দুলাল, আবুল হাসেম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, ডাঃ সুশীল কুমার শীল, দেবব্রত দাস দেবু, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা বাসিরুল আমিন প্রমুখ। ১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকায় নূর হোসেনের সঙ্গে শহীদ হয়েছিলেন কিশোরগঞ্জের তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো।
×