ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ০৬:১৮, ১১ নভেম্বর ২০১৭

সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছে। এতে পথচারীরা সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা ওই স্থানে জরুরী ভিত্তিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান। জানা যায়, সাইনবোর্ড স্ট্যান্ডটি অত্যন্ত ব্যস্ততম একটি বাসস্ট্যান্ড। কেননা এ বাসস্ট্যান্ড থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি শুরু হয়েছে। এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে মিলেছে। এ কারণে সাইনবোর্ড বাসস্ট্যান্ডটির ব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। প্রতিদিন নারায়ণগঞ্জ শহরসহ সদর (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকার লোকজন এ বাসস্ট্যান্ডটি অতিক্রম করে চলাচল করছে। এসব এলাকার বহু ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। ফলে প্রতিদিনই তাদের এ বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করতে হচ্ছে। জয়পুরহাট প্রেসক্লাবে নির্বাচন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১০ নবেম্বর ॥ জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মোস্তাকিম ফাররোখ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মাশরেকুল আলম, সাংস্কৃতিক, ক্রীড়া, দফতর সম্পাদক পদে রেজাউল করিম খান এবং কার্যকরী সদস্য পদে তপন কুমার খাঁ, ওম প্রকাশ আগরওয়ালা, শাহিদুল ইসলাম সবুজ, নন্দ কিশোর আগরওয়ালা ও সুজন হাজারী নির্বাচিত হয়েছেন।
×