ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা গণহত্যার ওপর চট্টগ্রামে স্টুডেন্টস ট্রাইব্যুনাল আজ

প্রকাশিত: ০৬:১৬, ১১ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা গণহত্যার ওপর চট্টগ্রামে স্টুডেন্টস ট্রাইব্যুনাল আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ শনিবার বসছে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ওপর স্টুডেন্টস ট্রাইব্যুনাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষার্থীদের স্টাডি সার্কেল হিসেবে আয়োজন হচ্ছে এই ট্রাইব্যুনালের। এতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম। সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের (এসসিআইএস) উদ্যোগে ‘ট্রাইব্যুনাল অন জেনোসাইট ইন মিয়ানমার’ শীর্ষক আয়োজন অনেকটা গণআদালতের মতোই। সেখানে বক্তব্য উপস্থাপন করবেন চার প্রসিকিউটর এবং বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। তুলে ধরা হবে গণহত্যার প্রমাণ হিসেবে পত্রপত্রিকার প্রতিবেদন, ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও ফুটেজসহ নির্যাতনের তথ্যচিত্র। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ায় ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হবে বেলা আড়াইটার মধ্যে। কৌঁসুলিরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন আদালতে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ব্যারিস্টার আমির উল ইসলাম। এরপর শুরু হবে মিয়ানমারের গণহত্যার ওপর মুক্ত আলোচনা। দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও আদালতের আইনজীবীরা অংশগ্রহণ করবেন। প্রেমিকের বিয়ের দিনে প্রেমিকার আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ নবেম্বর ॥ প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় রুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামে। প্রেমিকের উদ্দেশ্যে লেখা রুমার ‘শেষ চিঠি’, প্রেমিক সোহান মিয়ার দুইকপি ছবি ও একটি ডায়েরি জব্দ করেছে পুলিশ। জানা গেছে, বালুয়াকান্দা গ্রামের লিটন মিয়ার মেয়ে এবং নেত্রকোনা সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রুমা আক্তারের সঙ্গে পার্শ¦বর্তী সাতবুড়িকান্দা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে সোহান মিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। সোহান নেত্রকোনা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
×