ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খিলগাঁওয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৪৩, ১১ নভেম্বর ২০১৭

খিলগাঁওয়ে মাদক  ব্যবসার নিয়ন্ত্রণ  নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ॥  আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন শফিকুল, মাসুদ, বশির, সানাউল্লাহ, মোঃ শফিক ও জয়নাল। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ঝুনু গ্রুপের ১০/১২ জন স্থানীয় নূর মোহাম্মদের মালিকানাধীন একটি মাদকাসক্তি নিরাময় সেন্টারে হামলা চালায়। ওই হাসপাতালে নূর মোহাম্মদের দলীয় অফিস। অফিসের ভেতরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাত বারোটার দিকে ঢামেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহত জয়নাল জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে ছোট ভাই শফিককে নিয়ে মেয়ের বিয়ের কাঁচাবাজার করছিলাম। টেম্পু স্ট্যান্ড সংলগ্ন একটি ফলের দোকানে গিয়ে দাঁড়াতেই একদল যুবক লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। শফিকের মাথায় ধারাল অস্ত্রের আঘাত লাগে হাতেও। পরে সেখান থেকে শফিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। আহত শফিক জানান, আমি সেখানে কাঁচামালের ব্যবসা করি। ঘটনার সময় দোকানেই ছিলাম। হঠাৎ দেখি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুনা, মামুন, মেচ্ছা, নুরুজ্জামানসহ ৮/১০ জন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে। আমার ডান হাতে আঘাত লাগে। এলাকাবাসী জানান, স্থানীয় শাসকদলীয় নেতা নূর মোহাম্মদ ও ঝুনু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
×