ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসদ নেতা মাহবুবুল হক আর নেই

প্রকাশিত: ০৫:৩৩, ১১ নভেম্বর ২০১৭

বাসদ নেতা মাহবুবুল হক আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান রাজনীতিবিদ আ ফ ম মাহবুবুল হক আর নেই (ইনালিল্লাহি... রাজিউন)। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কানাডার অটোয়ার সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। আ ফ ম মাহবুবুল হকের মৃত্যুতে বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাসদের বিবৃতিতে বলা হয়, আ ফ ম মাহবুবুল হক ছিলেন শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। বিপ্লবী রাজনীতিতে তার আপোসহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের অনাদিকাল পথ দেখাবে। সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আজন্ম সেনানী এই বীর যোদ্ধার মৃত্যুতে দেশের বাম আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৬ সেপ্টেম্বর কানাডার অটোয়ার সিভিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা আ ফ ম মাহবুবুল হক ১৯৬২ সালে স্কুল জীবনে শিক্ষা কমিশনের প্রতিক্রিয়াশীল শিক্ষানীতিবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন ও পুলিশী নির্যাতনের শিকার হন। তিনি ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৩-৭৮ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে ঋণখেলাপি কালো টাকার মালিকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।
×