ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৫:১৭, ১১ নভেম্বর ২০১৭

কবিতা

নতুন স্বপ্ন শারমিন জাহান পাকা ধানে সোনালী মাঠ, হেমন্তের দিনে। চাষী ভাইয়ের ব্যস্ত সময় কাজের সনে। নতুন গন্ধ, নতুন ধান, নিকানো উঠানে। নতুন স্বপ্ন নতুন আশা কৃষাণীর মনে। পিঠা পায়েস নবান্নের উৎসবে জাগে প্রাণ। ধন্য কৃষক গেয়ে যায় জীবনের জয়গান। * ধান কাটার দিনে অভিজিত বড়–য়া বিভু ঝুমুর ঝুমুর ঝুম হাঁটছি যখন আল ধরে সবুজ ঘাস চুম। ছন্দে তালে পাকা ধান নাচে রুমঝুম। চারদিক সুখ রে সুখ হাসিমাখা কৃষক মুখ সোনা রঙা ধান কাটার পড়ে গেছে ধুম। * আমি হতে রাজি বাসুদেব খাস্তগীর যা ছিলো সবুজ, হলুদ বর্ণে ছড়ায় আলোক মালা শিশিরে সিক্ত ধানের ডগায় সেজেছে বরণ ঢালা। মনের তুলিতে রোজ এঁকে যাই দেখি যা দু’চোখে আজ আমি যেনো এক তৃষিত শিল্পী হাতে রাঙা কারু কাজ। ঘর ছাড়া এক বাউল আমি যে হেঁটে হেঁটে পথ চলি রূপ দেখি আর ছবি আঁকি রোজ মনে মনে কথা বলি। ভাবুক না কেউ আমি যে বাউল রূপে ডুবে থাকে আঁখি হেমন্ত রূপে আমি হতে রাজি নীড় হারা এক পাখি।
×