ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাইলট ছাড়া এফ ১৬ বিমানের সফল উড্ডয়ন

প্রকাশিত: ০৫:১২, ১১ নভেম্বর ২০১৭

পাইলট ছাড়া এফ ১৬ বিমানের সফল উড্ডয়ন

আমেরিকা দ্রুততম যুদ্ধবিমান ঋ১৬ কে আকাশে উড়িয়েছেন কোন রকম পাইলটের সাহায্য ছাড়া। এ পরীক্ষার ফলে যুদ্ধ ক্ষেত্রে কোন রকম মনুষ্য ঝুঁকি না নিয়েই বিমান থেকে বোমা বর্ষণ করা যাবে। যুদ্ধ ক্ষেত্রে ঋ১৬ শক্তিশালী একটি বিমান এতদিন অনেক পাইলট তাদের নানান অভিজ্ঞতার কথা জানিয়েছেন ঋ১৬ চালাতে গিয়ে অনেকে আবার নানান ঝুঁকিরও সম্মুখীন হয়েছিলেন, কিন্তু এবার আমেরিকা ঋ১৬ পাইলটদের ছুটি দিতে যাচ্ছেন। কারণ আমেরিকা এবং বোয়িং মিলে রোবটের সাহায্যে সম্পূর্ণ পাইলটের নিয়ন্ত্রণ ছাড়া স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন ঋ১৬ যুদ্ধবিমান আকাশে ওড়ার সফল পরীক্ষা চালিয়েছেন। ফলে সামনের দিনগুলোতে হয়তো যুদ্ধ বিমানে পাইলটের প্রয়োজন হবে না। পরীক্ষিত চালকবিহীন এই ঋ১৬ বিমানটি আমেরিকার ফ্লোরিডা থেকে গলফ অফ মেক্সিকো পর্যন্ত সম্পূর্ণ চালকবিহীন অবস্থায় উড্ডয়ন এবং অবতরণ করেছে। নতুন এই পরীক্ষার মাধ্যমে ফলাফল দিয়ে এখন থেকে চালকবিহীন ঋ১৬ বিমানের মাধ্যমে শিক্ষানবিস পাইলটদের প্রশিক্ষণ দিতেও সহায়ক হবে। চালকবিহীন অবস্থায় উড্ডয়নকালে ঋ১৬ বিমানটি অত্যন্ত সফলভাবে প্রয়োজনীয় টার্নসমূহ নিতে সক্ষম হয়েছে। বোয়িং-এর পক্ষ থেকে বলা হয়েছে চালকবিহীন ঋ১৬ বিমানটিকে আরও দুটি চালকসহ ঋ১৬ বিমান অনুসরণ করেছিল যাতে এটি নিজের ট্র্যাকে ঠিক থাকে পাশাপাশি এটিতে সকল প্রকার যন্ত্রপাতিও সংযুক্ত করা ছিল যেমন মিসাইল থেকে শুরু করে নানা যুদ্ধাস্ত্র।
×