ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাইলটবিহীন বিমানে বছরে সাশ্রয় হবে ৩৫ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৫:১১, ১১ নভেম্বর ২০১৭

পাইলটবিহীন বিমানে বছরে সাশ্রয় হবে ৩৫ বিলিয়ন ডলার

সিএনএন ॥ পাইলটবিহীন বিমান সেবা চালু করা হলে বিশ্বের এয়ারলাইন্স কোম্পানিগুলোর বছরে ৩৫ বিলিয়নেরও বেশি ডলার সাশ্রয় হবে বলে ইউবিএস নামক একটি প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে জানিয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে যাত্রী ইস্যু। কারণ, চালকবিহীন বিমানে চড়ার আগ্রহ আছে এমন যাত্রীর সংখ্যা খুবই সামান্য। ইউবিএসের একই প্রতিবেদনে বলা হয়েছে, চালকবিহীন বিমানে চড়ার আগ্রহ দেখিয়েছে মাত্র ১৭ শতাংশ যাত্রী। ইউবিএস জানিয়েছে, রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত চালকবিহীন বিমানসমূহ তৈরিতে যে প্রযুক্তি দরকার তা হাতে আসতে ২০২৫ সাল পর্যন্ত লাগতে পারে। আর বাণিজ্যিক ব্যবহারের জন্য বিমান ও হেলিকপ্টার তৈরি করতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং কর্পোরেশন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭-২০৩৬ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান ৪১ হাজারেরও বেশি বিমান ক্রয় করবে যা পরিচালনার জন্য ৬ লাখ ৩৭ হাজারেরও বেশি পাইলট প্রয়োজন হবে। নতুন এসব পাইলটদের প্রশিক্ষণ দেয়াসহ বেতন-ভাতা প্রদানে বিশাল পরিমাণে অর্থ খরচ হবে। তবে পাইলটবিহীন বিমান ব্যবহার করলে এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো বছরে ৩৫ বিলিয়নেরও বেশি ডলার সাশ্রয় করতে সক্ষম হবে।
×