ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গারো সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৪:৪১, ১১ নভেম্বর ২০১৭

গারো সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ গারো সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বাধীনতা সপক্ষের সরকারের প্রতি গারো সম্প্রদায়ের শতভাগ আস্থা ও সমর্থন রয়েছে। এই সম্প্রদায়ের উন্নয়নে বেশ কিছু কল্যাণকর কর্মসূচীও বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু নানা কৌশলে কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল গারো সম্প্রদায়ের ওপর শোষণ ও নির্যাতন কর্মকা- অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে গারো সমাজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশে অবস্থানরত গারো সম্প্রদায়ের একমাত্র বৃহৎ ছাত্র সংগঠন ‘বাগাছাস’ ঢাকা মহানগর শাখার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ফার্মগেটের গারো কমিউনিটি সেন্টার ‘নকমান্দি’তে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাগাছাস, ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শুভ্র চাম্বুগং, ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি সৃজন নকরেক ও সবুজ নকরেক, সহ সভাপতি পাপ্পু দিও ও নোয়া চাম্বুগং, বকশীগঞ্জ শাখার সভাপতি রাজেশ খকসী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব রেমা।
×