ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অগ্নিপিন্ডে পরিণত হবে পৃথিবী!

প্রকাশিত: ০৪:৩৮, ১১ নভেম্বর ২০১৭

অগ্নিপিন্ডে পরিণত হবে পৃথিবী!

আর মাত্র ৬শ বছরের মধ্যেই নাকি পৃথিবীর অস্তিত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই আভাস দিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। চীনের বেজিংয়ে টেনসেন্ট ডব্লু-ই শীর্ষ সম্মেলনে ভিডিও বার্তায় পৃথিবীর মানুষকে হকিং এই ভাষাতেই সতর্ক করেন। ঠিক ৬শ বছরে পৃথিবী এতটাই উষ্ণ হয়ে উঠবে যে আমাদের এই গ্রহ বদলে যাবে অগ্নিপিণ্ডে। কারণ হিসেবে হকিং বলেছেন, দ্রুত হারে জন বিস্ফোরণের জন্য শক্তির ব্যবহার বাড়ছে। তার জেরে বাড়ছে উষ্ণায়নের মাত্রা। তার ফলে আগামী ২৬০০ সালের মধ্যে এই গ্রহ পুরোমাত্রায় অগ্নিপিণ্ডে পরিণত হয়ে আর বাসযোগ্য থাকবে না। টেলিগ্রাফ অবলম্বনে।
×