ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাম্বা ছন্দে জাপানকে হারাল ব্রাজিল

প্রকাশিত: ০৪:১৩, ১১ নভেম্বর ২০১৭

সাম্বা ছন্দে জাপানকে হারাল ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানকে সহজেই ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে গোলগুলো করেন সুপারস্টার নেইমার, ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার মার্সেলো। নেইমার পেনাল্টি থেকে একটি গোল করলেও আরেকবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পুরো ম্যাচে ব্রাজিলের সাম্বা ছন্দ দেখা গেছে। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেয়ে জয় নিশ্চিত করে কোচ টিটের দল। শুক্রবারের আরেক ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে এশিয়ার শক্তি দক্ষিণ কোরিয়া। আর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে বিশ্বকাপের টিকেট না পাওয়া হল্যান্ড। ডাচরা ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। অন্যান্য ম্যাচে আর্মেনিয়া ৪-১ গোলে বেলারুশকে, ফিনল্যান্ড ৩-০ গোলে এস্তোনিয়াকে, রোমানিয়া ২-০ গোলে তুরস্ককে, ইরান ২-১ গোলে পানামাকে ও লুক্সেমবার্গ একই ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরিকে। প্রীতি ম্যাচ হলেও শিষ্যদের বিশ্বকাপের মতো খেলার পরামর্শ দিয়েছিলেন ব্রাজিল কোচ টিটে। কোচের আহ্বানে সাড়া দিয়ে শুরু থেকেই আলো ছড়ান নেইমার- জেসুসরা। জাপানের রক্ষণে ম্যাচের অধিকাংশ সময় চাপ ধরে রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথমার্ধেই দলের তৃতীয় গোলটি করেন জেসুস। দ্বিতীয়ার্ধে জাপানের একমাত্র গোলটি করেন টোমোয়াকি মাকিনো।
×