ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাস্ত্রীও আছেন ধোনির পাশে

প্রকাশিত: ০৪:১১, ১১ নভেম্বর ২০১৭

শাস্ত্রীও আছেন ধোনির পাশে

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটে আলোচিত ইস্যু এখন মহেন্দ্র সিং ধোনি। সাবেক অধিনায়কের টি২০ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যেটি তৈরি করেছেন গ্রেট ভিভিএস লক্ষ্মণ। তাতে সায় দিয়েছিলেন অজিত আগারকার। অবশ্য ধোনির হয়ে ব্যাট ধরেছিলেন সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্ব। দু’দিন আগে বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও বলেছিলেন, সতীর্থকে নিয়ে কোন সমস্যা নেই। এবার সবচেয়ে ক্ষমতাধর যিনি সেই প্রধান কোচ রবিশাস্ত্রীও ধোনির হয়ে কথা বললেন, ‘দেখে মনে হচ্ছে আশপাশে লোকদের বড্ড গা জ্বলছে। এরা যেন শুধু ধোনির খারাপ দিনের অপেক্ষায় থাকে... কিছু মানুষ রয়েছে, যারা ধোনির শেষ দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু ওর মতো গ্রেট খেলোয়াড়রা নিজের ভবিষ্যত নিজেই নির্ধারণ করে।’ শাস্ত্রী আরও বলেছেন, ভারতীয় দল ধোনির মূল্য বোঝে। এসব সমালোচনায় দলে কোন পার্থক্য সৃষ্টি হয়নি বলেই মনে করছেন সাবেক এই ক্রিকেটার। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও লক্ষ্মণ ও আগারকারের মন্তব্যেই যে চটেছেন সেটা বেশ বোঝা গেছে। দ্বিতীয় টি২০তে ভারতের পরাজয়ের কারণ হিসেবে ধোনিকে দায়ী করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। পরে একই মন্তব্য করে সাক্ষাতকার দিয়েছেন অজিত আগারকার। ওই মন্তব্য নিয়ে শাস্ত্রী বলেন, ‘কিছুদিন আগেও আমি টিভিতে কাজ করেছি, লোকজন আমাকে প্রশ্ন করত। শো করতে হলে এসব প্রশ্নের উত্তর দিতে হয়। ধোনি সুপারস্টার। সে আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। সুতরাং টিভি টক-শোয়ে সে ভাল একটা বিষয়। সে এমনটাই থাকবে, কারণ সে কিংবদন্তি। এ রকম মহিমান্বিত ক্যারিয়ার থাকলে আপনি টিভির বিষয় হয়ে যাবেন।’ গ্রেট গাভাস্কার, অধিনায়ক কোহলি, সতীর্থ ভুবনেশ্বর, কোচ রবিশাস্ত্রীর বক্তব্যে আবারও প্রমাণ হলো ধোনি এখনও ভীষণ রকমের জনপ্রিয়। এই যে কোহলি সফল হচ্ছেন, ক্রিকেট বিশ্লেষকদের অনেকের মতে, পাশে ধোনি আছেন বলেই এটা সম্ভব হচ্ছে।
×