ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে বিশ্ব মানবাধিকার সম্মেলনের প্রস্তাব দুতের্তের

প্রকাশিত: ০৩:৫১, ১১ নভেম্বর ২০১৭

ফিলিপিন্সে বিশ্ব মানবাধিকার সম্মেলনের প্রস্তাব দুতের্তের

মাদকবিরোধী অভিযানের নামে বিনা বিচারে হত্যা ও ধরপাকড়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত রডরিগো দুতের্তে এবার ফিলিপিন্সে মানবাধিকার বিষয়ক এক বিশ্ব সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ভিয়েতনামে এক সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট এ প্রস্তাব দেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের বৈঠকে যোগ দিতে দুতের্তে দেশটিতে অবস্থান করছেন। শুক্রবার শুরু হওয়া এ সম্মেলনে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামের পর মার্কিন প্রেসিডেন্টের ফিলিপিন্সে গিয়ে দুতের্তের সঙ্গে বৈঠক করার কথা আছে। ওই বৈঠকে ট্রাম্প যেন মানবাধিকার বিষয়ে কথা না বলেন সেজন্য আগেই অনুরোধ জানিয়েছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ভিয়েতনাম প্রবাসী ফিলিপিনোদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক শেষে দুতের্তে বলেন, কেবল তার দেশেই নয়, বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি কিভাবে সুরক্ষিত করা যায় তা নিয়ে ফিলিপিন্সে একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চান তিনি। পশ্চিমা বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেকদিন ধরেই দুতের্তের মাদকবিরোধী অভিযানের কড়া সমালোচনা করে আসছে। ওই অভিযানে এখন পর্যন্ত প্রায় চার হাজার মাদকসেবী ও বিক্রেতা নিহত হয়েছে বলেও দাবি করছে তারা। ফিলিপিন্সের পুলিশ বলছে, আত্মরক্ষার্থে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটছে। অভিযানের নামে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ অভিযোগ ছাড়াই অনেককে হত্যা করছে বলেও দাবি সমালোচকদের, ফিলিপিন্সের পুলিশ যা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। সিএনবিসি নিউজ
×