ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওয়াজের মেয়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

প্রকাশিত: ০৩:৫০, ১১ নভেম্বর ২০১৭

নওয়াজের মেয়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের হাইকোর্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়মের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালতের বিচারকদের নিয়ে তিনি অসম্মানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ বলা হয়। খবর ডন অনলাইনের। সিভিল সোসাইটি নেটওয়ার্ক নামের একটি সংস্থার আমনা মালিক বুধবার মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও দলটির নেতাদের তরফে দেয়া বিবৃতিতে তিনি আদালতকে অবমাননা করে মন্তব্য করেছেন। সেখানে তিনি বিচারকদের নিয়ে পরিহাস ও নিন্দা করেন। অভিযোগকারী বলেন, সরকারী প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করার পাশাপাশি তিনি বিচারকদের মর্যাদাহানি করেছেন। পাকিস্তানের ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (পেমরা) প্রধান আবসার আলমও আদালত অবমাননার জন্য সমানভাবে দায়ী। কারণ টেলিভিশনে মরিয়মের অবমাননাকর মন্তব্য প্রচার বন্ধে তিনি ব্যর্থ হয়েছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়া মরিয়মের একটি বিবৃতিও মামলার কপির সঙ্গে জুড়ে দিয়েছেন আমনা মালিক।
×