ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট আটকানোর চেষ্টা সহ্য করা হবে না ॥ টেরেসা মে

প্রকাশিত: ০৩:৫০, ১১ নভেম্বর ২০১৭

ব্রেক্সিট আটকানোর চেষ্টা সহ্য করা হবে না ॥ টেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এমপিদের সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেক্সিটকে আটকানোর চেষ্টা করবেন না। ব্রিটেন কখন ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে তা পার্লামেন্টে নির্ধারিত হয়েছে। ২০১৯ সালের ২৯ মার্চ গ্রিনিচমান সময় রাত এগারোটায় ব্রেক্সিট বাস্তবায়িত হবে। পার্লামেন্টের মাধ্যমে পাস হওয়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিলে এই তারিখ ও সময় অন্তর্ভুক্ত করা হবে। ইভিনিং স্টান্ডার্ড ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস বলেন, ব্রিটেনের প্রত্যাবর্তন তারিখে যে পরিবর্তন এসেছে তা স্ফটিকের মতো স্বচ্ছ। কিন্তু অনুচ্ছেদ পঞ্চাশের লেখক লর্ড কের জোর দিয়ে বলেন, এখনও ব্রেক্সিট উল্টো দিকে মোড় নিতে পারে। তিনি হুঁশিয়ারি করেন, ব্রিটিশ জনগণ প্রতারিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইইউ থেকে বেরিয়ে যেতে দেশটির আইনী খসড়া তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছেন, হাউস অব লর্ডসের এমন সদস্য লন্ডনে বলেন, ব্রেক্সিট প্রক্রিয়ায় যে কোন পর্যায়ে এসে আমাদের মনে পরিবর্তন আসতে পারে। ইউরোপপন্থী সংস্থা ‘ওপেন ব্রিটেন’ আয়োজিত এক অনুুষ্ঠানে তিনি বলেন, টেরেসা মে ব্রাসেলসকে একটি চিঠি পাঠানোর মানে এই নয় যে আমরা ইউরোপ থেকে সরে আসছি। প্রধানমন্ত্রী টেরেসা ইউরোপপন্থী এমপিদের কড়া বার্তা দিয়েছেন যে, ব্রেক্সিটকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার কোন চেষ্টায় সহ্য করা হবে না। -ওয়েবসাইট
×