ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি ধনকুবের প্রিন্স তালালের মেয়ে আটক?

প্রকাশিত: ০৩:৫০, ১১ নভেম্বর ২০১৭

সৌদি ধনকুবের প্রিন্স তালালের মেয়ে আটক?

সৌদি আরবে বৃহস্পতিবার এক প্রিন্সেসকে আটক করা হয়েছে। তিনি সম্প্রতি আটক হওয়া সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালাদ বিন তালালের মেয়ে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে দুর্নীতিবিরোধী যে অভিযান চালাচ্ছেন তারই অংশ হিসেবে রিমকে আটক করা হয়েছে। খবর প্রেসটিভি, ইরান নিউজ ও মিডিশি অনলাইনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি সূত্র আরাবি ২১ অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বৃহ¯পতিবার সৌদি সরকার প্রিন্সেস রিমকে আটক করে। সৌদি রাজপরিবারের নারী সদস্যকে এই প্রথম আটক করা হলো। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত শনিবার সৌদি আরবে হঠাৎ করেই বাদশাহ সালমান আলাদা দুটি ডিক্রি জারির মাধ্যমে দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যার প্রধান করা হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। এই দুর্নীতি দমন কমিটির যে কাউকে আটক করার ক্ষমতা রয়েছে। ওইদিনই দেশটির ১১ জন প্রিন্স এবং বর্তমান ও সাবেক মন্ত্রীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকজন প্রিন্সকে আটক করা হয়। এ নিয়ে ১৭ জন প্রিন্স দুর্নীতিবিরোধী অভিযানে আটক হন। বিশ্লেষকরা মনে করছেন, যুবরাজ মোহাম্মদ নিজের ক্ষমতা সুসংহত করার জন্য এসব ধরপাকড় অভিযান চালাচ্ছেন। নিজের ছেলেকে ক্ষমতায় বসাতে এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দুর্নীতিবিরোধী অভিযানের নামে এসব করাচ্ছেন।
×