ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনটিভিতে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’

প্রকাশিত: ০৩:৩৭, ১১ নভেম্বর ২০১৭

এনটিভিতে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে আজ রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’। ফারদিন ভিশনস নিবেদিত ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’। নাটকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন-পৃথুরাজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তৌকির আহমেদ, সোহানা সাবা, রিফাত চৌধুরী, রফিক উল্যাহ, রহিম সুমন এবং অভিষেক। একটি মীর ফখরুদ্দীন ছোটন প্রযোজনা ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’ নাটকের গল্পে দেখা যাবে আব্দুর রহমান একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। সারাদিন অফিস আর রাতে বাড়ি এভাবেই যেন তার দিন কাটে। পরিবারে তার আর কেউ নেই। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নীলা নামে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। হয়েছিল কারণ নীলা আজ আর নেই। একটা দুর্ঘটনায় সে মারা যায়। হয়তো তখন থেকেই একটা বিষয় প্রতিনিয়ত তাকে তাড়া করে বেড়ায়। চলার পথে অবচেতন মনেই কখনও কখনও সে মানুষে মানুষে মিল খুঁজে পায়। আসলে মিল খুঁজে পায় নাকি একজনকেই সে বারবার দেখে সে বিষয়ে সে নিশ্চিত নয়। আর এ বিষয়টাই তাকে একসময় মানসিকভাবে অসুস্থ করে ফেলে। সেই নীলাকেই সে তার চারপাশে দেখতে পায়। কখনও নীলা রাতে রাস্তার ধারে রহস্যময় নারী, কখনও কর্পোরেট নারী আবার কখনও বা বাড়ির কাজের লোক। এদের সবার সঙ্গেই তার সময় কাটে। কিন্তু কোনটা আসলে নীলা। আব্দুর রহমান শরণাপন্ন হয় একজন মনোচিকিৎসকের। নীলার ছবি দেখে ডাক্তার নিজেই হতবাক।
×