ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতিতে কাল পদাতিকের ‘গুণজান বিবির পালা’

প্রকাশিত: ০৩:৩৫, ১১ নভেম্বর ২০১৭

মহিলা সমিতিতে কাল পদাতিকের ‘গুণজান বিবির পালা’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য নন্দিত প্রযোজনা উপহার দিয়েছে পদাতিক নাট্য সংসদ(টিএসসি)। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা সায়েকা, মোঃ ইমরান খান, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ, জীবন, রাশেদ, শারমিন প্রমুখ। নাটকের নেপথ্যশিল্পীরা হলেন মঞ্চ-সঞ্জীব কুমার দে, আলো- অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সাঈদা শামছি আরা, সঙ্গীত-হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান, প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। দলসূত্রে জানা গেছে নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। যে পালায় থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সেই শিল্পের আঙ্গিক প্রায় ৪ মাস মহড়া শেষে পদাতিকের সদস্যরা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে। কর্মীদের পরিশ্রমের মাধ্যমে তৈরি নতুন প্রযোজনাটি দর্শকদের ভাল লাগবে এমনটাই মনে করেন কর্মীরা। গত ২৩ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এই নাটকের কারিগরি মঞ্চায়ন হয়।
×