ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীনগরে পুলিশের সামনেই বাদী বিবাদীর সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০২:৪২, ১০ নভেম্বর ২০১৭

শ্রীনগরে পুলিশের সামনেই বাদী বিবাদীর সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে আসামী ধরতে গিয়ে পুলিশের উপস্থিতিতে বাদী বিবাদীর রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে ঘটনা স্থল থেকে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নীমতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের আপন চাচা ভাতিজা মুক্তার খান ও রুহুল আমিন খানের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভাতিজা রুহুল আমিন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা করে। পরে গত বৃহস্পতিবার রাত ১১ টায় শ্রীনগর থানার এসআই মো. জিন্নাহ্ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে ওই মামলার আসামী ধরতে গেলে বাদী ও বিবাদীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যার্থ হলে। রাত সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উভয় পক্ষের চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শামীম খান (৩৮) আমিনুল খান (৩৫) রাকিব খান (৩০) ও শাকিব খান (২৮)। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয় আহতদের মধ্যে রুহুল আমিন (৬০) মুক্তার হোসেন (৬৬) ও সুমন (৩২) কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে উভয় পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করেছে। দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
×