ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ স্বীকৃতির উদযাপন ২৫ নবেম্বর

প্রকাশিত: ০১:২৯, ১০ নভেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণ স্বীকৃতির উদযাপন ২৫ নবেম্বর

অনলাইন রিপোর্টার ॥ স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে স্বীকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া একাত্তরের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করায় আগামী ২৫ নবেম্বর উৎসব পালন করা হবে বাংলাদেশে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে শুক্রবার সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদফতর, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন। খবর বাসসের নাসের চৌধুরী বলেন, “আমরা মনে করি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এর অন্তর্ভুক্তির মানে হচ্ছে চিরস্থায়ী বিশ্ব ঐতিহ্যের সঙ্গে এর সম্পৃক্ততা।” এই অর্জনের উদযাপনে আগামি ২৫ নবেম্বর সব শ্রেণি-পেশার মানুষ এবং সরকারি ও বেসরকারি সংগঠনের অংশগ্রহণে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা হবে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জনগণকে, বিশেষ করে শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” ৭ মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে জনগণকে অবহিত করতে দেশজুড়ে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টেরও আয়োজন করা হবে। বিভিন্ন দেশের আরও ৭৭টি ঐতিহাসিক নথি ও প্রামাণ্য দলিলের সঙ্গে বঙ্গবন্ধুর সেই ভাষণকেও গত মাসের শেষে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করে নিয়েছে ইউনেস্কো।
×