ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ, শাহরুখ ও কাজলরা

প্রকাশিত: ০১:২৯, ১০ নভেম্বর ২০১৭

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ, শাহরুখ ও কাজলরা

অনলাইন ডেস্ক ॥ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গ্র্যান্ড ওপেনিং। নেতাজি ইন্ডোরে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ এক ঝাঁক তারকা। রয়েছেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও। ফেস্টিভ্যাল চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ২৩তম চলচ্চিত্র উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইরানের ‘ইয়েলো’ দিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব। এ বারের থিম দেশ ইংল্যান্ড। রয়েছেন দেশ-বিদেশের প্রতিনিধি এবং এক ঝাঁক তারকা। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারের মতো এ বারও হাজির অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ বহু অভিনেতা। এ বছর চলচ্চিত্র উত্সবে ৫৩টি দেশের ১৪৩টি ছবি দেখানো হবে। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ শহরের মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। এ ছাড়াও থাকবে বিভিন্ন প্রদর্শনী। কলকাতা চলচ্চিত্র উত্সবকে এ বার ভাগ করা হয়েছে মোট ১৬টি বিভাগে। এই বছরই প্রথম আয়োজিত হয়েছে বিভিন্ন পরিচালকের ব্যবহৃত অরিজিন্যাল ইকুইপমেন্টস-এর প্রদর্শনী। এ বছরের অন্যতম আকর্ষণ ‘মাস্টার ক্লাস’ এবং ‘ইন্টারেক্টিভ সেশন’। সত্যজিৎ রায় মেমোরিয়াল বক্তৃতায় উপস্থিত থাকবেন বিখ্যাত সমালোচক ও লেখক র্যাচেল ড্রয়ার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×