ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ সফরে ৩ বৃটিশ এমপি ও ৪ কাউন্সিলর

প্রকাশিত: ০০:৪০, ১০ নভেম্বর ২০১৭

হবিগঞ্জ সফরে ৩ বৃটিশ এমপি ও ৪ কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ আশ্রয় নেয়া রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয় সরেজমিন পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফররত বৃটিশ পার্লামেন্টের তিন এমপি ও সিটি কাউন্সিলের ৪ কাউন্সিলরকে হবিগঞ্জ জেলাবাসীর পক্ষে এক বিপুল জাকজমকপূর্ণ সর্ম্বধনা প্রদান করা হয়েছে। লন্ডন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেমের সম্পূর্ন্ন ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে জেলা শহর হবিগঞ্জের এক অডিটরিয়াম হলে এই সর্ম্বধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় এক প্রানবন্ত আলোচনা পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট রোটারিয়ান ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। প্রবাসী আবুল কাসেম ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী রোটারিয়ান শর্বানী দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের আওয়ামীলীগ দলীয় এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের জাপা (এরশাদ) দলীয় এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিকুর রহমান, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজুলর জাহেদ পাবেল, সহকারী পুলিশ সুপার (উত্তর) সার্কেল মোঃ রাসেলুর রহমান। এছাড়া এই শুভ ক্ষণ অনুষ্ঠানে মঞ্চে ছিলেন, বৃটিশ সরকারের সর্ম্বধিত তিন এমপি যথাক্রমে, ম্যানচেষ্টার সেন্ট্রাল আসনের এমপি লুসি পাওয়েল, পাকিস্তানি বংশভ’ত বৃটিশ নাগরিক বার্মিংহাম লেডিওড আসনের এমপি শাবানা মাহমুদ ও ম্যানচেষ্টার উইটিটেন আসনের এমপি জেফ স্মিথ। আরও উপস্থিত ছিলেন, সম্বর্ধিত বৃটিশ কাউন্সিলর যথাক্রমে, লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চোহান, কাউন্সিলর বাসাত শেখ ও কাউন্সিলর আলী ইলিয়াছ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউকে নর্থওয়েস্ট শাখার সভাপতি ময়নুল আমীন বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, বিশিস্ট সাংবাদিক রোটারিয়ান হারুনুর রশীদ চৌধুরী, জেলা আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা, মিয়ানমার সরকার কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক আশ্রয় দেয়া এবং পরবর্তীতে খাদ্য সহ অন্যঅন্য মৌলিক সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এমন উল্লেখ করে বলেন, তাদেরকে মায়নমার ফিরিয়ে না নিলে অচিরেই বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। এজন্য বক্তারা, সংশ্লিস্ট সর্ম্বধিত এমপি ও কাউন্সিলরদের মাধ্যমে বৃটিশ সরকারের হস্তক্ষেপ চেয়ে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে জোড়ালো চাপ প্রয়োগের অনুরোধ জানান। বৃটিশ ওই ৩ এমপি ও কাউন্সিলরগণও বক্তাদের বক্তব্যের সাথে একতমত পোষন করে তাদের পক্ষ থেকে এই ব্যাপারে বৃটিশ সরকারকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন।
×