ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর মহাদেবপুরে ভাগ্য পুড়ল ৪ জন বর্গা চাষীর

প্রকাশিত: ০০:৩৯, ১০ নভেম্বর ২০১৭

নওগাঁর মহাদেবপুরে ভাগ্য পুড়ল ৪ জন বর্গা চাষীর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে নওগাঁয় হাই পাওয়ার বিষ স্প্রে করে সদ্য বের হওয়া ৩ বিঘা জমির আমন ধান বিনষ্ট করেছে প্রতিপক্ষ । ভাগ্য পুড়ল ৪ জন বর্গা চাষীর। এ ঘটনাটি ঘটানো হয়েছে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের মাঠে। স্থানিয়রা জানান, শিকারপুর গ্রামের মৃত উমির উদ্দীনের ছেলে ইসমাইল ও তার ভাই সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনদের কাছ থেকে শিকারপুর মাঠের ৩বিঘা জমি বর্গা নিয়ে আমন স্বর্ণা-৫ জাতের ধান রোপন করেন একই গ্রামের সাহাদুল, মাদের আলী, নুরুল ইসলাম ও সালেহা বেগম নামের ৪ বর্গাচাষী। সম্প্রতি সদ্য বের হওয়া ৩ বিঘা জমির স্বর্ণা-৫ জাতের ধানের ক্ষেতে হাই পাওয়ার বিষ স্প্রে করে সম্পূর্ন ধান পুড়ে নষ্ট করেছে জমির মালিকের প্রতিপক্ষের লোকজন। স্থানিয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত বর্গা চাষিরা ইউনিয়ন পরিষদে একই গ্রামের আঃ সামাদ ও খোকন নামের দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×