ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনিয়ম ছাড়াই শেষ ডেন্টালের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০০:২৪, ১০ নভেম্বর ২০১৭

অনিয়ম ছাড়াই শেষ ডেন্টালের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অনলাইন রিপোর্টার ॥ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে আজ। কোনো ধরনের অনিয়ম হয়নি বলে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আজ ডেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আমরা এমবিবিএস পরীক্ষা নিয়েছি। সেখানে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেখানেও কোনো ধরণের অনিয়ম হয়নি। প্রশ্নফাঁসের তো প্রশ্নই ওঠে না। আশা করছি এবারও আমরা আগের মতো কোনো ধরণের অনিয়ম ছাড়া পরীক্ষা সম্পন্ন করতে পারবো। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদালয়ের কলাভবনে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। কোনো ধরনের অনিয়ম হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো বলে জানান তিনি। তিনি বলেন, এবারের পরীক্ষায় অধিকাংশই ছাত্রী। ছাত্রদের সংখ্যা কম। প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই ছাত্রী এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগে এমবিবিএস পরীক্ষায়ও একই অবস্থা দেখা যায়, ছেলেদের ছেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এটা প্রধানমন্ত্রীর অর্জন, যে তার সময়ে নারীর ক্ষমতায়ন বাড়ছে। এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি এক হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভ্যেনুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
×