ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনে না এসে বিএনপির উপায় নেই ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩৭, ১০ নভেম্বর ২০১৭

নির্বাচনে না এসে বিএনপির উপায় নেই ॥ বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে না এলে বিএনপির অবস্থা আরও করুণ হবে। আজ শুক্রবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে ভেলুমিয়া-কুলগাজি ছয় কিমি পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে। না এসে উপায় নেই। নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। আর সে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার শেষ দুটি স্বপ্ন। একটি ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করা। আপনারা ৪-৫ ঘণ্টায় ঢাকা যেতে পারবেন। আরেকটি স্বপ্ন ভোলার বাংলাবাজার উপশহরে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা। সেখানে ২০০ শয্যার হাসপাতাল হবে।’ ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার কেয়ায়েত উল্যাহ, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
×