ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেনীতে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: ২০:৪৯, ১০ নভেম্বর ২০১৭

ফেনীতে  ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপন আদায় চক্রের ৫ জনকে ওয়াকিটকি ও হেন্ডকাপ সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে এদের গ্রেফতার করে ফেনী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমের কাছে পুলিশ এ তথ্য উপস্থাপন করেন। পুলিশ জানায় মহাসড়কের লালাপুল এলাকায় রোহিঙ্গা শরনানার্থী চেক করার জন্য স্থাপিত চেকপোষ্টে গাড়ী তল্লাশী করার সময় এদের কাছে ওয়াকিটকি, হেন্ডকাপ সহ কিছু কাপড় সহ ৫ জনকে আটক করা হয়।। পরে থানায় এনে জিঞ্জাসাবাদে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরন ও মুক্তিপন আদায়ের কথা স্বীকার করে। ইতোমধ্যে তারা ঢাকার ডেমরা ও কুমিল্লার লাকসামে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে পুলিশের কাছে। চক্রটি মানুষকে অপহরন করে বিভিন্ন স্থানে গাড়ীতে ঘুরিয়ে ক্রস ফয়ারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে আসছিলো। আসামিরা হচ্ছে বরগুনা জেলার আমতলীর কাশেম প্রকাশ কালাম (৪৫), মো: ইব্রাহিম(২৪), এবং মাদারীপুর জেলার কালকিনি এলাকার আবুল কালাম(৩২), মো:স্বপন(২৮) ও চুন্নু খলিফা (২৮)। এব্যপারে পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছে।
×