ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় নষ্ট করা উচিত নয় ॥ কোহলি

প্রকাশিত: ১৯:১৩, ১০ নভেম্বর ২০১৭

দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় নষ্ট করা উচিত নয় ॥ কোহলি

অনলাইন ডেস্ক ॥ দেশের যুব-সম্প্রদায়কে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় অতিবাহিত না করার পরামর্শ দিলেন বিরাট কোহলি। খুদেদের উদ্দেশে তাঁর উপদেশ, বাড়ির বাইরে খেলাধূলা করতে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, আজকাল আউটডোর স্পোর্টসের তুলনায় খুদেদের বেশি পরিমাণে ভিডিও গেমস খেলতে দেখা যাচ্ছে। কোহলির মতে, শারীরিক কার্যকলাপ ভীষণই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার এই বার্তা শুধুমাত্র যুবাদের উদ্দেশে নয়, দেশের সকলের জন্য। যুবাদের তিনি সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলারও পরামর্শ দেন। ভারত অধিনায়কের পরামর্শ, ওই সময়টা আরও কিছু ফলপ্রসূ কাজের জন্য ব্যয় করা যেতে পারে। বিরাট কোহলি বলেন, একজনের উচিত দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় নষ্ট না করে অল্পক্ষণ ব্যয় করা। কিন্তু, আজকাল এটাই হচ্ছে। তিনি জানান, একটা সময় তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘক্ষণ কাটাতেন। পরে উপলব্ধি করেন, এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।
×