ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪-১ গোলে ক্রোয়েশিয়ার জয়

প্রকাশিত: ১৮:০০, ১০ নভেম্বর ২০১৭

৪-১ গোলে ক্রোয়েশিয়ার জয়

অনলাইন ডেস্ক ॥ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এক পা দিয়ে রাখল ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের প্রথম লেগে নিজেদের মাঠে গ্রিসকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল জ্বালাতকো ড্যালিচের শিষ্যরা। ক্রোয়াটরা গ্রিসকে উড়িয়ে দিল ৪-১ গোলে। ১২ নভেম্বরের ফিরতি লেগটা এখন বলতে গেলে আনুষ্ঠানিকতা মাত্র। জাগরিবে বৃহস্পতিবার রাতে মারিও মানজুকিচকে ছাড়াই খেলতে নামে ক্রোয়েশিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে আছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। তবে দলে ছিলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকা মিডফিল্ডার ইভান রাকিটিচ ও লুকা মডরিচ। ম্যাচের ১৩ মিনিটেই মডরিচ এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। গোলটা নিজেদের ভুলেই হজম করেছে গ্রিস। গ্রিসের এক খেলোয়াড় ব্যাকপাস দিয়েছিলেন গোলকিপারকে। কিন্তু গোলকিপার সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। উল্টো ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়কে। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন মডরিচ। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলা কালিনিচ। বাঁ দিক থেকে বল বাড়িয়েছিলেন ইভান স্ট্রিনিচ। বল পেয়ে খুব কাছ থেকে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন কালিনিচ। ৩০ মিনিটে গ্রিসের হয়ে ব্যবধান কমান পাপাস্টাথোপলস। ফরতিউনিসের কর্নার থেকে পাঠানো ক্রসে হেডে বল জালে জড়ান তিনি। তবে দুই মিনিট পরই আবার ব্যবধান বাড়ায় ক্রোয়েশিয়া। সিমে ভার্সকোর ক্রস থেকে হেডে দলের তৃতীয় দলটা করেন ইভান পেরিসিচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করে ফেলেন আন্দ্রেজ ক্রামারিচ। বাকি সময়ে আর কোনো গোল না হলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
×